ছবি : আপন দেশ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজন মারা গেছেন। নিহতের নাম মানিক মিয়া। তার বাড়ি ভোলা।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। তখন মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ‘খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অমৃত।
তিনি বলেন, ‘একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের অফিসার যাওয়ার চেষ্টা করছে। তবে ভিড়ের কারণে আমরা মুভমেন্ট করতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































