(উপর থেকে) মুহাম্মদ গিয়াস উদ্দিন, রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ,তরুণ দে ও হাসান মামুন। ফাইল ছবি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ নয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বহিষ্কৃত অন্য আট জনের মধ্যে রয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য- মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কৃতদের সবাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































