Apan Desh | আপন দেশ

তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ২১ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বগুড়া-৬ সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র  রেজাউল করিম বাদশা।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার পক্ষ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়া সদরের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানকে ধানের শীষে ভোট দেয়ার জন্য।’

আরও পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান, বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনে বিএনপির এমপি প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির এমপি প্রার্থী মোশাররফ হোসেন, বিএনপি নেতা অ্যাভোকেট হামিদুল হক চৌধুরি হিরু, এম আর ইসলাম স্বাধীন, শহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুবদল নেতা আবু হাসানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়