ছবি : আপন দেশ
কুমিল্লার তিতাস উপজেলায় একটি ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কড়িকান্দি–রাজাপুর সড়কের তিতাস নদীর অংশে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিন নারী নদীতে গোসল করছিলেন। ঠিক সে সময় রাজাপুর দিক থেকে কড়িকান্দি বাজারমুখী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রলিটি সরাসরি নদীতে থাকা নারীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই রিনা আক্তার (৩৫) ও রুজিনা আক্তার (৩০) মারা যান। আহত অবস্থায় সামছুন নাহারকে (৪০) উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন<<>>ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
নিহত রিনা আক্তার শুক্কুর আলীর স্ত্রী, রুজিনা আক্তার ইমন মিয়ার স্ত্রী এবং সামছুন নাহার ফারুক মিয়ার স্ত্রী। রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী বলে পরিবারসূত্রে জানা যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েক গ্রাম থেকে মানুষ ছুটে এসে নদীর ধারে জড়ো হন। প্রিয়জনের নিথর দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































