ছবি : আপন দেশ
কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য ডা. মো. ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক একেএম আশরাফুল ইসলাম আপেলসহ অনান্যরা।
আরও পড়ুন<<>>বিএনপি নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা
বক্তারা ডা. ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































