Apan Desh | আপন দেশ

একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৩, ১০ নভেম্বর ২০২৫

একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আজকে একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, আজকে একটা ধারণা দেয়া হচ্ছে ২৪ এর আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখবেন। একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। 

বিএনপির মহাসচিব বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজস করে দেশের মুক্তিযোদ্ধারে হত্যা করেছে। তাদের সঙ্গে এ দেশের মানুষ আপস করতে পারে না। তারা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।

ফখরুল বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে। আমরা ৭১ সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে।

আরও পড়ুন <<<>>>মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়: আমীর খসরু

ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, আজকে নির্বাচন পিছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। আজকে যদি নির্বাচন পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হয়ে যাওয়া। তাই অন্তবর্তকালীন সরকারে সন্মান জানিয়ে বলছি অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এটাই আমাদের চাওয়া।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়