ছবি: আপন দেশ
জামায়াত কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না। বিএনপিই এমন কাজ করবে। এ মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, একটা নতুন কথা শোনা যাচ্ছে— জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। এটা শুনে অবাক লাগে। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮ দিন রিমান্ডে রেখেও তার অবস্থান থেকে টলাতে পারেনি, যে আওয়ামী লীগ কাদের মোল্লার পরিবারের মাধ্যমে জামায়াত নেতাদের কাছে ফাঁসি এড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল, তাদের সঙ্গে জামায়াত কখনোই হাত মিলাবে না।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতকে ঠেকাতে হলে আরেকটি শক্তির দরকার। যেটা হলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। এ কারণে ভবিষ্যতে তারা মিলিত হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ আজ ভারতের আধিপত্য ও সেকুলারিজমের বিরুদ্ধে, আর সে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধেও।
মতিউর রহমান আকন্দ বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পর সরকার বলছে এসব নির্বাচনের জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। যদি সত্যিই প্রভাব না পড়তো তাহলে তারা এতটা অস্থির হয়ে যেত না। ছাত্র রাজনীতিতে হারার পর তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































