
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগন। তাই ভোটের বিষয়ে কোনো আপস হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।
প্রতিহিংসা কিংবা প্রতিশোধ নয়; ভালোবাসা দিয়ে বিএনপি মানুষের মন জয় করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভোটের বিষয়ে কোনো আপস হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগন।
আরও পড়ুন<<>>‘আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি’
মির্জা ফখরুল আরও বলেন, মানুষ বর্তমানে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগের শত নির্যাতন-নিপীড়নের পরও বিএনপি দমে যায়নি জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। তবুও আমাদের লক্ষ্য ছিলো একটাই, ফ্যাসিস্টের পতন নিশ্চিত ও গণতন্ত্র পুনরুদ্ধার করা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।