
ছবি: আপন দেশ
পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ‘কালো পোয়া’ মাছ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি ওই বন্দরের মেসার্স জাবের ফিস-এ নিয়ে আসা হয়। ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি.এম. মুসা উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন।
জেলেদের সূত্র জানায়, মাছটির ওজন ছিল ৪ কেজি ৯০০ গ্রাম। প্রতি কেজি প্রায় ১৬ হাজার টাকায় এটি বিক্রি হয়েছে। সচরাচর এ প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ে না। তাই খবর ছড়িয়ে পড়ার পর মাছটি দেখতে আড়তে কৌতুহলী মানুষ ভিড় জমায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী কবিরুল জানান, মাছটি ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি.এম. মুসা কিনেছেন। তিনি মাছটি রফতানির জন্য প্রস্তুত করবেন। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৪ কেজি ওজনের একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছিলেন।
আরওপড়ুন<<>>‘আ. লীগকে বাতাস করা পীর জামায়াতকে বাতাস করছেন’
মাছটির স্থানীয় নাম ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা ‘দাঁতিনা’। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। বিশেষ করে এটির এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয় বলেও দাবি করেন তারা।
ওয়াল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের একটি দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। দৈর্ঘ্য সাধারণত ৫০-১৮০ সেন্টিমিটার, ওজন ১০-২৫ কেজি হয়ে থাকে। কখনও ৫০ কেজি পর্যন্ত ওজনের পাওয়া যায়। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝে মধ্যে দেখা যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার ফলে জেলেরা এখন বেশি মাছ পাচ্ছেন। যা তাদের জন্য অর্থনৈতিক লাভের সুযোগ সৃষ্টি করেছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।