ছবি : আপন দেশ
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
রাতেই ঢাকার ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পটুয়াখালী পুলিশ মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে।
জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় ছাত্র জনতার উপর হামলায় সিরাজুল ইসলাম বেপারি নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়। এ মামলায় ১৩ নম্বর আসামী করা হয় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে।
আরও পড়ুন<<>>টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে কর্মশালা
পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, ডিমপি পুলিশের একটি দল মহিউদ্দিন আহম্মেদকে ঢাকা থেকে গ্রেফতার করছে। তারা অনেক দিন থেকেই ঢাকায় থাকেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য মহিউদ্দিন আহম্মেদ টানা দুবার পটুয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় দুইজন প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে পৌরসভার মেয়র নির্বাচিত হন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































