
ছবি: আপন দেশ
কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান খান, সাব-রেজিষ্ট্রার হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রশাসনের দফতর প্রধানরা।
আরওপড়ুন<<>>নোয়াখালী শহর আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার
এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী, পুজা উদযাপন ফন্ট্রের উপজেলা সভাপতি বাবু প্রদীপ মিত্র ভজন, ইউপি চেয়ারম্যানরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গণমাধ্যকর্মীরা।
এ সময় মাদকের ভয়াবহতা ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যানজট নিরসন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাংবাদিক নির্যাতনের নিন্দা, শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশে গুরুত্ব দেয়া, নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক নেতাকর্মীদের জনসংযোগে হুমকি, ভয়ভীতি বা বাধা দেয়া থেকে বিরত থাকা, চুরি বন্ধে ব্যবস্থা, কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।