Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে জনতার দলের কার্যালয় উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

কালীগঞ্জে জনতার দলের কার্যালয় উদ্বোধন

বক্তব্য দিচ্ছেন জনতা দলের চেয়ারম্যান মো. শামীম কামাল চৌধুরী

জনতার দলের গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

পরে জনতা দল উপজেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী।

কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় ও উপজেলা কমিটির আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আযম খান।

আরওপড়ুন<<>>‘দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে’

এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবুল কালাম মোহাম্মদ জাকি, যুগ মহাসচিব মেজর (অব.) মো. জাকির হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খাঁন, জেলা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন, মহানগর নেতা নুরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুল, উপজেলা সদস্য সচিব মো. নোমানসহ সাংবাদিকরা।

প্রধান অতিথি বক্তব্যে মো. শামীম কামাল চৌধুরী বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই । ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস পরাজয় হয়েছে তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। গত ৫৪ বছরে ভালো মানুষেরা রাজনীতিতে আসে নাই বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।

আলোচনা সভা ও দোয়া শেষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং লাল ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়