Apan Desh | আপন দেশ

মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

ছবি : আপন দেশ

কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা আহনাফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সমিতিপাড়া এলাকার সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিনিয়র লাইফ গার্ড কর্মকর্তা ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোরে স্থানীয়দের খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এরপর পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

রোববার (০৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যান মুশফিকুর রহিমের ভাতিজা আহনাফ হোসেন। ওইদিন  দুপুর আড়াইটার দিকে লাবণী পয়েন্টে গোসলে নামলে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন<<>>পেট্রল পাম্পের কর্মকর্তাকে হত্যা, কর্মচারী আটক

প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সূত্রে জানা গেছে, গোসলের সময় হঠাৎ উত্তাল ঢেউয়ে বন্ধুরা ভেসে যান। লাইফ গার্ড সদস্যরা দ্রুত দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও আহনাফ সাগরের গভীরে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এর আগে চলতি বছরের ০৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ মেলেনি।

লাইফ গার্ড সংগঠন ‘সি সেইফ’ জানায়, গত এক বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে সতর্ক তৎপরতায় প্রায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়