
ছবি সংগৃহীত
রাজবাড়ীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের স্লোগান ছিলো-“সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো”।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় রাজবাড়ী উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক শুশান্ত রায়, বাংলাদেশের জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, সিপিবির সাবেক জেলা সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী ও উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
এ সময় বক্তারা বলেন, দেশের বিদ্যমান বৈষম্যমূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি এবং গণমানুষের রাষ্ট্র গঠনে বাম বিকল্পই একমাত্র পথ। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।