
ছবি: আপন দেশ
খুলনা আদালত চত্বরে মানিক হাওলাদার (৩২) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২ টায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ৩টি চাপাতিসহ তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানা থানার এসআই নান্নু মন্ডল।
আরওপড়ুন<<>>‘ভালো থেকো আম্মু-আব্বু’
আটক মানিক হাওলাদার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার হাসানবাগ এলাকার মোদাচ্ছের হাওলাদারের ছেলে। তার নামে দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা চীফ মেট্রোপলিটন আদালত চত্বরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪/৫ টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। এ সময় সেনাবাহিনী টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদারকে ৩টি চাপাতি ও একটি মোটরসাইকেলসহ আটক করে। বাকি সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।