Apan Desh | আপন দেশ

খুলনা বরিশালে চালু হয়েছে অনলাইন জিডি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২১ জুলাই ২০২৫

খুলনা বরিশালে চালু হয়েছে অনলাইন জিডি

ফাইল ছবি

খুলনা ও বরিশাল রেঞ্জের সকল জেলার সকল থানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় চালু হলো অনলাইন জিডি সেবা। আজ সোমবার (২১ জুলাই) এ সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। 

ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করা যাবে। বর্তমানে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ ৪৫৭টি থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। 

উল্লেখ্য, এর আগে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। 

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।  

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনর দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়