Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি, জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ১১ মে ২০২৫

টাঙ্গাইলে তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি, জনজীবন বিপর্যস্ত

তীব্র তাপদাহে পানি দিয়ে মুখ ধুচ্ছেন এক কৃষি শ্রমিক

দেশের বিভিন্ন অঞ্চলের মতো চলমান তাপদাহে টাঙ্গাইলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তীব্র গরমে খেটে খাওয়া মানুষ ও শিশু-বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (১১ মে) বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১০ মে) তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শুক্রবার (০৯ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের গত তিনদিনে টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় না থাকায় এবং বৃষ্টিপাত না হওয়ায় তাপদাহ দীর্ঘায়িত হচ্ছে। মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত বৃষ্টির আভাস না থাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে চলমান গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। হাসপাতালগুলোতে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং উচ্চ রক্তচাপজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

সরেজমিনে টাঙ্গাইল শহর এবং আশপাশের উপজেলায় আজ গরমে জনজীবনে স্থবিরতা লক্ষ্য করা গেছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটাই কম ছিল। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাদের অধিকাংশই মাথায় কাপড় বা ছাতা ব্যবহার করছেন। প্রচণ্ড গরমে রিকশাচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

আরওপড়ুন<<>>ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা গ্রেফতার

সদর উপজেলার দিনমজুর আরিফুল ইসলাম, রাশিদুল হাসানসহ একাধিক শ্রমজীবী ও পেশাজীবীরা জানান, গত তিন দিন প্রচুর গরম পড়ছে। তীব্র গরমে দুপুরের পর তারা আর কাজ করতে পারেন না। শরীর ঝিমঝিম করে, ঘামে কাপড় ভিজে যায়। কিন্তু কাজ না করলে তো পরিবারের মুখে আহার তুলে দেয়া হবেনা। তাই কষ্ট হলেও কাজের জন্য বাইরে যেতে হচ্ছে তাদের।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল হাসান জানান, প্রচণ্ড গরমে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরমধ্যে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং উচ্চ রক্তচাপজনিত রোগী রয়েছে। এসব সমস্যা নিয়ে প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও জানান, গরম থেকে বাঁচতে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে কিছু দিকনির্দেশনা দিয়েছে। এ সময়ে পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদে না যাওয়া, হালকা ও সুতির কাপড় পরিধান করা এবং শিশু ও বয়ষ্কদের বিশেষ যত্ন নেয়া জরুরি।

টাঙ্গাইল আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক মো. জামাল উদ্দিন জানান, বর্তমানে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামি ২৪-৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এরপর উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামি ১৩ মের আগে টাঙ্গাইলের তাপমাত্রা উঠা-নামার মধ্যে অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়