
ফাইল ছবি
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (০৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তের বিপরীতে ভারতের ভেতর থেকে তাদের ধরা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।
আটকরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট জিয়াবাড়ি গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০), আনসারুলের ছেলে শামীম (২৩), একই উপজেলার লাহিড়ী এলাকার তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০) আরও ১ জনের নাম এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, চার বাংলাদেশি ভারতে দীর্ঘদিন ধরে ছিলেন। আজকে অবৈধপন্থায় ফেরত আসার চেষ্টাকালে ভারতের সীমান্ত থেকে তাদের ধরে বিএসএফ। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা করছি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।