Apan Desh | আপন দেশ

এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৬, ৩ মে ২০২৫

এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি : আপন দেশ

লালমনিরহাটের পাটগ্রামের ধবলসূতি সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীসহ ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের ফেরত দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় বিএসএফ। 

ফেরত আসা তরুণরা হলেন- বগুড়া মহাস্থানগড় বকুল ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটয়ারভিটা এলাকার মোস্তাফিজ মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. মাহফুজ ইসলাম ইমন (১৬)। মাহফুজ ও সাইফুল সম্পর্কে মামা-ভাগিনা। সাইফুল মাহফুজদের বাড়িতে বেড়াতে এসেছিল।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর শুক্রবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দেয় বিএসএফ।

এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তবর্তী ধবলসূতি বিওপি এলাকার ভারতীয় চা বাগানের ভেতর থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

জানা যায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও ভিডিও ধারণের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। ঘটনার খবর পেয়ে বিজিবির তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। রংপুর সেক্টর কমান্ডারের মাধ্যমে বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা হলে দুই বাংলাদেশিকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়