Apan Desh | আপন দেশ

রোজা না রাখায় হেনস্তা, ক্ষমা চাইলেন ব্যবসায়ী নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩১, ১৩ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩১, ১৩ মার্চ ২০২৫

রোজা না রাখায় হেনস্তা, ক্ষমা চাইলেন ব্যবসায়ী নেতা

ছবি : আপন দেশ

লক্ষ্মীপুরে রোজা না রাখা বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো বণিক সমিতির সে নেতা ক্ষমা চেয়েছেন। ফলে আপাতত শাস্তি থেকে রক্ষা পেয়েছেন তিনি।

গত বুধবার (১২ মার্চ)  দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি খাবার হোটেলের ভেতরে বসে বিভিন্ন বয়সের কিছু মানুষ খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ লাঠি হাতে সে দোকানে ঢোকেন। রমজান মাসে দুপুরে খাবার খাওয়া অবস্থায় কয়েকজন যুবক-বৃদ্ধকে কটু কথা বলেন। একপর্যায়ে তাদের কান ধরিয়ে উঠবস করান। 

ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী যুবক-বৃদ্ধরা ঘটনাস্থলে থেকে চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে ফেসবুকজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়েউঠ। কেউ কেউ এ ঘটনার সমর্থন জানালেও অনেকে তীব্র প্রতিবাদ করে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করছেন।

পরে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। এর মধ্য দিয়ে আজিজ আপাতত রক্ষা পেয়েছেন।

থানা এলাকায় করা ভিডিও বার্তায় দেখা গেছে, আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল ও দাঁড়িওয়ালা বৃদ্ধকে ধারণ করা ভিডিওতে দেখা যায়নি।

ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে ওনাদের বলেছি আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছে রোজা রাখেননি। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই। ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের কাজের পুনরাবৃত্তি করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হবো না।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এর আগে দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতির নেতা আজিজ অভিযান চালান। এ সময় আহাররত কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে তিনি কানে ধরে ওঠবস করতে বাধ্য করেন। ঘটনার কয়েক খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনা। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ পরিবেশন হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজু জানান, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতি নেতা তাদের শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তারা আইনগত ব্যবস্থাও নেবেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ঘটনার প্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি।

এছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। এতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ভুক্তভোগী লাল দাঁড়িওয়ালা ব্যক্তিকে আমরা খুঁজেছি, কিন্তু পাইনি। শুধু লাল চুল-দাঁড়িওয়ালা না, ভুক্তভোগী অন্য কেউ এসেও যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেবো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়