Apan Desh | আপন দেশ

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:০৯, ৪ জানুয়ারি ২০২৫

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ছবি: আপন দেশ

দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। শনিবার (৪ জানুয়ারি) রোদের ঝিলিকের মধ্যে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এক সপ্তাহ ধরে অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহের পর আজ দিনাজপুরে তাপমাত্রা কিছুটা কমেছে। ৩ জানুয়ারি তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা আজ কমে ৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে সর্বনিম্ন রেকর্ড হয়। এ তাপমাত্রা ছিল সারা দেশে সর্বনিম্ন।

এদিন সকাল ১০টার পর রোদের ঝিলিক থাকলেও শীতের প্রকোপ ছিল অনুভূত। তবে দুপুরের দিকে রোদের তীব্রতা বাড়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। দিনে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে উত্তরাঞ্চলে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা দিন যাপন করছেন অত্যন্ত কষ্টে। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা