Apan Desh | আপন দেশ

‘জায়েদ খানে’র দাম ১০ লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ৩ জুন ২০২৪

‘জায়েদ খানে’র দাম ১০ লাখ টাকা

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে একটি গরু। নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। সাড়ে ৮ ফিট লম্বা এ গরুটির ওজন প্রায় ২৪ মণ। ‘জায়েদ খান’কে কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পাইকাররা। এখন পর্যন্ত দাম উঠেছে ১০ লাখ টাকা।

জানা যায়, ‘জায়েদ খান’ প্রতিদিন ঘাস, খড় ও ভুসিসহ মোট ২০ কেজি খাবার খায়। বর্তমানে এরর বয়স সাড়ে ৩ বছর। তবে প্রায় দু’বছর ধরে লোকবলের অভাবে ঘর থেকে বের করা সম্ভব হয়নি। এবার কোরবানির ঈদে ১৫ থেকে ১৬ লাখ টাকায় বিক্রি করার আশা জায়েদ খানকে।

গরুর পরিচর্যাকারী লেবুর হোসেন জানান, প্রতিদিন তিনি গরুটিকে ২ থেকে ৩ বার গোসল করান। তবে ঘর থেকে গরুটি বের করতে পারেন না। কারণ গরুটি বের করতে হলে ১০ থেকে ১২ জন লোক লাগে। তাই প্রায় দুবছর ধরে ঘরের ভেতরে রেখেই গরুটি লালনপালন করা হচ্ছে। এ পর্যন্ত গরুটিকে ক্রয়ের জন্য কুমিল্লা, যশোর, বরিশাল ও খুলনা থেকে পাইকাররা নিয়মিত আসছেন।

গরুটির মালিক আয়কর আইনজীবী মজমুল হোসেন প্রামাণিক জানান, তিনি গরুর খামারি নন। শখ করে পোষা শুরু করে এ গরুটি। যখন জানতে পারেন এটি বড় জাতের গরু, তখন সে নিয়ত করেন এ গরু বড় করে বিক্রি করবেন। 

তিনি বলেন, ‘জায়েদ খান’কে বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে মা, ভাইকে নিয়ে ওমরা হজ্বে যাব। আর এজন্য আমি গরুটিকে মোটাতাজাকরণের জন্য কোন প্রকাশ ওষুধ খাওয়াইনি। আর আশা এবার কোরবানির ঈদে ‘জায়েদ খান’ কে ১৫ থেকে ১৬ লাখ টাকায় বিক্রি করার।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়