
ছবি : সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিআরটিসির বাসচাপায় ভ্যানের চার জন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রানীরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর হাইওয়ের রানীরবন্দর এলাকায় বিআরটিসির রংপুরগামী বাস যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা চার আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।