Apan Desh | আপন দেশ

ভারতীয় বাহিনীর হাতে আটক ৫৫ বাংলাদেশি জেলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৭ নভেম্বর ২০২৫

ভারতীয় বাহিনীর হাতে আটক ৫৫ বাংলাদেশি জেলে

ভারতে আটক বাংলাদেশী জেলে

সমুদ্রসীমা অতিক্রম করে প্রবেশ করার অভিযোগে ২৬জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও কোস্টগার্ড। 

রোববার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

ভারতের উপকূলরক্ষী বাহিনী তাদের সমুদ্রসীমায় একটি মাছ ধরা ট্রলার দেখতে পায়। ট্রলারের কাগজপত্র যাচাই করে তারা নিশ্চত হয় এটি বাংলাদেশি জেলেদের ট্রলার। এরপর উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। একই রাতেই ২৬ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন<<>>প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

এর আগে, শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশি জেলেরা। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়