Apan Desh | আপন দেশ

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪০, ১৯ নভেম্বর ২০২৫

মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

ব্যাটিং করছে বাংলাদেশ দল

দেশের ক্রিকেট ইতহাসে অন্যতম প্রতিভাবান খেলোয়াড় মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। এমন গৌরবের দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে টাইগাররা। 

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন দুটি পরিবর্তন এসেছে স্বাগতিক একাদশে। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের পরিবর্তে এবাদত হোসেন সাড়ে ৪ মাস এবং সৈয়দ খালেদ আহমেদ প্রায় ৭ মাস পর একাদশে ঢুকলেন। 

আরও পড়ুন<<>>২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ

২০০৫ সালে অভিষেকের পর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন মুশফিক। ফলে ম্যাচটিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রবিন্দুতে থাকবেন সাদা পোশাকে দেশের সর্বোচ্চ এ রানসংগ্রাহক। বাংলাদেশও চাইবে তার বিশেষ এ ম্যাচ জিতে আইরিশদের প্রথম কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইন, স্টিফেন দোহেনি, জর্ডান নিল, ম্যাথু হামপ্রিস ও গ্যাভিন হোয়ে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: