Apan Desh | আপন দেশ

মরুর বুকে ময়দানি লড়াই শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

মরুর বুকে ময়দানি লড়াই শুরু আজ

সংগৃহীত ছবি

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হলো। আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরছে ব্যাট-বলের দারুণ লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এবারের এশিয়া কাপ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। তবে একটি দিনে দুটি ম্যাচ হবে। যা বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

এবারই প্রথম এশিয়া কাপে আটটি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলই শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দলই চমক দেখাতে পারে।

আফগানিস্তান বনাম হংকং: জমজমাট লড়াই

শক্তি ও সামর্থ্যে আফগানিস্তান হংকংয়ের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। টি-টোয়েন্টিতে দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান জিতেছে তিনবার আর হংকং জিতেছে দুইবার। দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে আফগানিস্তান জয়ী হয়েছিল।

আরও পড়ুন>>>ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

ওয়ানডেতে দুই দল দুইবার মুখোমুখি হয়েছে। দুবারই জয় পেয়েছে ভিন্ন ভিন্ন দল। প্রায় সাত বছর পর আন্তর্জাতিক ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে এ দুই দল। তাই দুই দলের খেলোয়াড়দের মধ্যেই জয়ের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে।

নিরপেক্ষ ভেন্যু: মরুভূমির বুকে এশিয়া কাপ

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের কারণে এবার এশিয়া কাপের আয়োজন ভারতে সম্ভব হয়নি। পাকিস্তান ভারতে খেলতে রাজি না হওয়ায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয়া হয়েছে। এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের জন্য নিরপেক্ষ ভেন্যু ব্যবহার করা হয়েছিল।

এশিয়া কাপের ইতিহাস

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক বৃদ্ধি করা।

এ টুর্নামেন্ট একসময় শুধু ওয়ানডে ফরম্যাটে খেলা হতো। তবে বর্তমানে এটি বিশ্বকাপ টুর্নামেন্টের ফরম্যাট অনুসরণ করে অনুষ্ঠিত হয়। যেহেতু ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাই এবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে।

ভারত সবচেয়ে সফল দল, তারা আটবার চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা ছয়বার ও পাকিস্তান দুইবার শিরোপা জিতেছে। বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও এখনো শিরোপার স্বাদ পায়নি। আফগানিস্তান এখনো ফাইনাল খেলতে পারেনি।

কোন দলগুলো খেলছে?

এবার আটটি দল খেলছে। পাঁচটি দল সরাসরি সুযোগ পেয়েছে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। এছাড়া বাছাইপর্ব থেকে তিনটি দল এসেছে: সংযুক্ত আরব আমিরাত, ওমান, হংকং। নেপাল এবার দুর্ভাগ্যজনকভাবে সুযোগ পায়নি।

ফরম্যাট

আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে:

  • গ্রুপ এ: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত।

  • গ্রুপ বি: আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং।

প্রথম রাউন্ডে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার ফোরে যাবে। সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

ভারত-পাকিস্তান মহারণ

সবচেয়ে বেশি প্রতীক্ষিত ম্যাচটি হলো ভারত বনাম পাকিস্তানের। গ্রুপ পর্বে ই দুই দলের ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। যদি দুই দলই সুপার ফোরে যায়, তাহলে আবারও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। ফাইনালেও তাদের দেখা হতে পারে। যদিও এশিয়া কাপের ইতিহাসে এখনো পর্যন্ত ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি।

দলগুলোর প্রস্তুতি

  • ভারত: পূর্ণ শক্তির দল হলেও একাদশের ভারসাম্য নিয়ে প্রশ্ন আছে।

  • পাকিস্তান: নতুন টপ অর্ডার নিয়ে খেলবে, বাবর-রিজওয়ান আপাতত দলের বাইরে।

  • বাংলাদেশ: শ্রীলঙ্কাকে হারিয়ে এ টুর্নামেন্ট শুরু করার আগে দারুণ আত্মবিশ্বাসী।

  • আফগানিস্তান: নিজেদের প্রথম বড় শিরোপা জয়ের চেষ্টা করবে।

  • হংকং: নতুন অধিনায়ক ইয়াসিম মুর্তজা এবং নতুন কোচ কৌশল সিলভার অধীনে নতুন রূপে খেলছে।

  • ওমান: বোর্ড-সংকট কাটিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে।

নতুন মুখ

কিছু তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্টে নজর কাড়তে পারেন:

  • অভিষেক শর্মা (ভারত): ২৪ বছর বয়সে দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন।

  • এ এম গজনফর (আফগানিস্তান): ১৯ বছরের এই রহস্য স্পিনার আগেই দুবার ৫ উইকেট নিয়েছেন।

  • সালমান মির্জা (পাকিস্তান): বাঁহাতি পেসার, অভিষেকেই সবার মনোযোগ কেড়েছেন।

  • মোহাম্মদ ওয়াসিম (আমিরাত): শক্তিশালী ওপেনার হলেও তার অভিজ্ঞতা কম।

  • ইয়াসিম মুর্তজা (হংকং): অধিনায়ক ও অলরাউন্ডার, ৭০টির বেশি উইকেট নিয়েছেন।

অপ্রত্যাশিত ফলাফল ও পুরস্কারের সম্ভাবনা

টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দলই চমক দেখাতে পারে। অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে। ২০১৪ সালে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছিল, এবং ২০১৮ সালে হংকং প্রায় ভারতকে হারিয়েই দিয়েছিল। ২০২২ সালে আন্ডারডগ শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল।

এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। রানার্সআপ দল পাবে দেড় লাখ ডলার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়