Apan Desh | আপন দেশ

বার্সেলোনার বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সি এখন ইয়ামালের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১৮ জুলাই ২০২৫

বার্সেলোনার বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সি এখন ইয়ামালের

বার্সেলোনার ১০ নং জার্সি হাতে লামিন ইয়ামাল

বার্সেলোনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পরে এক সময় মাঠ মাতিয়েছেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও রিভালদোর মতো তারকারা। তারপর দীর্ঘ দিন এ জার্সিটি পড়ে খেলেছেন লিওনেল মেসি। এবার এ আইকনিক জার্সিটি উঠলো উদীয়মান তারকা লামিন ইয়ামালের গায়ে। 

ইয়ামালের হাতে ক্লাবটির আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দেয়া হয়েছে। স্পেনের এ নতুন সেনসেশন ছোটবেলাতেই মেসির ছোঁয়া পেয়েছিলেন। মেসি তার আদর্শ। তাই অনেকে বলছেন, যোগ্য উত্তরসূরিই খুঁজে পেয়েছে বার্সার ১০ নম্বর জার্সি। একইসঙ্গে ইয়ামালের সঙ্গে গতমাসে করা চুক্তির সমস্ত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে। ইয়ামাল স্পেনের যে অঞ্চল থেকে উঠে এসেছেন, সে রোসাফন্দায় তার একটি ম্যুরালও বানিয়েছে বার্সেলোনা।

১০ নম্বর জার্সির মালিক হয়ে সংবাদমাধ্যমকে ইয়ামাল বলেন, ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেলব। বার্সেলোনায় জন্ম নেয়া প্রত্যেক শিশুই এ স্বপ্ন দেখে। মেসি তার মতো করে এ জার্সিটা গড়েছেন, আমি আমার মতো করে গড়ব। আর ১০ নম্বর জার্সিটি আমি আনসু ফাতির কাছ থেকে পেয়েছি। নিজের পথটা আমি নিজেই গড়ার চেষ্টা করব।

উল্লেখ্য, বার্সার ১০ নম্বর জার্সি পরেছেন বিখ্যাত সব ফুটবলার। যাদের মাঝে আছেন- দিয়েগো ম্যারাডোনা, রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনহো, মেসির মতো কিংবদন্তিরা। ২০২১ সালে বার্সা ছাড়ার আগ পর্যন্ত এ জার্সি পরেই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। মেসি পিএসজিতে চলে যাওয়ার পর ১০ নম্বর জার্সি পেয়েছিলেন আনসু ফাতি। কিন্তু বারবার চোটে পড়ায় ফাতি তার প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারেননি। চলতি জুলাই মাসেই তিনি ধারে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব মোনাকোতে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়