Apan Desh | আপন দেশ

ঝড়-বৃষ্টি নয়, সূর্যের আলোর জন্য খেলা বন্ধ!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৮, ২১ জুন ২০২৫

ঝড়-বৃষ্টি নয়, সূর্যের আলোর জন্য খেলা বন্ধ!

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ক্রিকেটের ম্যাচ বন্ধ হতে পারে। যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, আলোকস্বল্পতা, মৌমাছির উৎপাত, মাঠে সাপসহ বিষাক্ত পোকা মাকড়ের প্রবেশের কারণে খেলা বন্ধ করতে হয়েছে। কিন্তু ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে প্রথমবার সূর্যের আলোর জন্য ম্যাচ বন্ধ! ক্রিকেট ইতিহাসেই এ ঘটনা রীতিমতো বিরল। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।

বৃহস্পতিবার (১৯ জুন) সেন্ট লরেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল কেন্ট স্পিটফায়ার্স বনাম গ্লস্টারশায়ার। ১৫৮ রান তাড়া করতে নেমে গ্লস্টারশায়ারের ওপেনারেরা শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ৮.১৫ দিকে খেলা থামাতে বাধ্য হন আম্পায়ারেরা। দুই ওপেনার মাইলস হ্যামন্ড এবং ডিআর্সি শর্ট যে উইকেটে ব্যাট করছিলেন, সেখানে সূর্যের আলো সরাসরি চোখে লাগছিল। ব্যাটাররা বল দেখতে পারছিলেন না।

এমতাবস্থায় কিছু সময়ের জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। ৮ মিনিট পর আবারও ম্যাচ শুরু হয়। ততক্ষণে সূর্য পশ্চিম দিকে আরও কিছুটা ঢলে গেছে। এখন ইংল্যান্ডে চলছ গ্রীষ্মকাল। সূর্য ডুবতে ডুবতে রাত ৯টা বেজে যায়। দুই ওপেনার যখন ব্যাট করছিলেন তখন সূর্য পশ্চিম দিকে ছিল। স্টেডিয়াম বিশেষ উঁচু না হওয়ায় কোণাকুণি তাদের চোখে আলো পড়ছিল। তাই ব্যাটিং করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

গ্লুস্টারশায়ার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছে, ‘সূর্যের আলোয় ম্যাচ বন্ধ। বৃষ্টির বদলে দুই ব্যাটারের চোখে সূর্যের আলো পড়ছে। নিরাপত্তার কারণে দুই দল আপাতত মাঠের বাইরে।’ অবশ্য এর আগেও সূর্যের আলোয় ম্যাচ বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ২০২০ সালে নেপিয়ারে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি সূর্যের আলোর কারণে বন্ধ হয়েছিল। সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে আবারও খেলা চালু করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়