
কাসেমিরো।
আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার মঞ্চেই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। জাতীয় দলে ফিরলেন কাসেমিরো, রিশার্লিসন, আন্তোনি। জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমারের। নেই রেয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোও।
আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবশেষ দল থেকে অনেকগুলো পরিবর্তন এনেছেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি। কলম্বিয়া ম্যাচে মাথায় চোট পাওয়ার পর লিভারপুলে ফিরে যাওয়া অভিজ্ঞ গোলরক্ষক আলিসনের ফেরা অনুমিতই ছিল। তার সঙ্গে ফিরেছেন উগো সোসা। বাদ পড়েছেন ওয়েভের্তন ও লুকাস পেহি।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ডাক পাওয়া পিএসজি ডিফেন্ডার বেরাল্দো টিকে গেছেন দলে। ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন আলেক্সান্দো বিবেইরো ও কার্লো আগুস্তো।
আরও পড়ুন>>>দুই রানে অলআউট, ভাঙল ২১৫ বছর আগের রেকর্ড
এছাড়া, রেয়াল মাদ্রিদে যাকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন সেই কাসেমিরোকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি। সঙ্গে জায়গা দিয়েছেন আন্দ্রেয়াস পেরেইরাকে। বাদ পড়েছেন জোয়েলিন্তন। বাদ পড়েছেন গিয়ের্মে আরানা, গাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলো।
রেয়াল বেতিসে গিয়ে যেন নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন আন্তোনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে স্প্যানিশ ক্লাবটিতে গিয়ে নিজেকে মেলে ধরে ফিরেছেন জাতীয় দলে। গার্বিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া ও রিশার্লিসনও ফিরেছেন দলে।
বাদ পড়েছেন জোয়াও পেদ্রো, সাভিনিয়ো। রেয়ালের হয়ে শেষ কয়েকটি ম্যাচে না খেলা রদ্রিগোরও জায়গা হয়নি দলে। চোটের সঙ্গে নিত্য লড়াই করা নেইমারকে আপাতত দলে ডাকেননি আনচেলত্তি। আগামী ৬ জুন একুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। পাঁচ দিন পর দেশের মাটিতে মুখোমুখি হবে প্যারাগুয়ের।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ১৪ ম্যাচে দলটির পয়েন্ট ২১। ৩১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্জেন্টিনা এ অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো, বেরাল্দো, দানিলো, লিও ওরচিজ, মার্কিনিয়োস, কার্লোস আগুস্তো, ওয়েজলি, ভান্দেরসন।
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, আন্দ্রে, কাসেমিরো, জেহসন, এদেরসন
ফরোয়ার্ড: এস্তেভাও, এন্থনি, গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া, রাফিনিয়া, ভিনিসিউস জুনিয়র, রিশার্লিসন
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।