
কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম
গত মার্চে শিলংয়ে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ তারকার নৈপুন্যে সে ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ড্র করে এক পয়েন্ট আদায় করে নিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল সবুজ দল। সে ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে খেলাতে চায় বাংলাদেশ। এরইমধ্যে কানাডা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়তে অনাপত্তিপত্র দিয়েছে।
কানাডার জাতীয় দলে খেলা সামিতের জন্মনিবন্ধন হয়েছে। পরের ধাপ ছিল বাংলাদেশি পাসপোর্ট তৈরি। তারপর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করা। তবে পাসপোর্টের আগেই সামিতের কানাডার অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বৃহস্পতিবার (০১ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম, আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট, কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে। আগামীকাল (শুক্রবার) সামিতের পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর আমরা ফিফায় আবেদন করব। ১০ জুন ঢাকায় ম্যাচ খেলানোর জন্য বাফুফে সর্বাত্মক চেষ্টা করছে।
কানাডার অনাপত্তিপত্র পেলেও ফিফার ছাড়পত্র ছাড়া যে ১০ জুন ঢাকায় সামিতের খেলা সম্ভব নয় সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন ফাহাদ কারিম। তবে তিনি আশাবাদী সামিতকে নিয়ে, সাধারণত পাসপোর্টের পরই ঐ দেশের অনাপত্তিপত্র আবেদন করা হয়। সামিত আর কানাডার হয়ে খেলবেন না বাংলাদেশের হয়ে খেলতে চান। তার এ সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সামিতের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লেয়ারেশন ও জন্মনিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি। তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করছিলাম আগামী সোম-মঙ্গলবার পেতে পারি। তবে বৃহস্পতিবার সকালেই পেলাম।
কানাডায় বাংলাদেশ হাই কমিশন সামিতের পাসপোর্টের জন্য প্রস্তুত রয়েছে। বাফুফে আশা করছে কয়েক দিনের মধ্যেই সামিতের বাংলাদেশের পাসপোর্ট হয়ে যাবে। এরপর কানাডার অনাপত্তিপত্র দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। ফিফা থেকে সবুজ সংকেত পেলেই কেটে যাবে শেষ বাধাটা।
ফিফার অনুমতি পেতে অবশ্য চার মাস অপেক্ষা করতে হয়েছিল হামজাকে। সে হিসাবে সামিতকে সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়া কঠিন। তারপরও পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে নিজেদের কাজটা এগিয়ে রাখতে চায় বাফুফে।
সামিতের বাবার বাড়ি মৌলভীবাজার, মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাই বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যেমন সমস্যা হয়নি হামজা চৌধুরীর বেলাতেও।
শামিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন। দলটির হয়ে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলছেন তিনি। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাতটি এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন চারটি ম্যাচ। কানাডা জাতীয় দলের জার্সিতেও দুই ম্যাচ খেলেছেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।