Apan Desh | আপন দেশ

আবারও নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ২২ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩৭, ২২ মার্চ ২০২৫

আবারও নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব

ছবি: সংগৃহীত

আবারও বিতর্কের জন্ম দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিতর্ক আর সাকিব যেন একে অপরের সঙ্গী। কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। এরপর বৃহষ্পতিবার (২০ মার্চ) সেখান থেকে মেলে মুক্তি। কিন্তু এরপরেই আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন এ অলরাউন্ডার। দেশের আইনে যেকোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে।

এবার অবশ্য জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। শনিবার (২২ মার্চ) বাংলাদেশে ইফতারের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত এ জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেয়া হয়।

এর আগেও সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা দেখা গেছে। বছর দুয়েক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। সেবারও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন টাইগার অলরাউন্ডার। তখন সাকিব ছিলেন জাতীয় দলেরই ক্রিকেটার। এর আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

আরওপড়ুন<<>>সাফজয়ী ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধা!

তবে এবারের গল্পটা কিছুটা ভিন্ন। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে দেশে আর আসা হয়নি সাকিব আল হাসানের। তার নামে হয়েছে হত্যামামলা। চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা।

তিনি এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। টেস্ট ফরম্যাট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি। বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়