Apan Desh | আপন দেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সিরিজ জয়

ছবি সংগৃহীত

পঞ্চম দিনে বৃষ্টির শঙ্কা কাটিয়ে ইতিহাস সিরিজ জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল।

মাত্র ১৮৪ রানের পুঁজি নিয়েও বাংলাদেশকে আটকানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের। স্বাগতিক দলের কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, শেষ বল পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তারা। সেই পরিকল্পনা বাস্তবায়নে মরণপণ লড়াইও করে পাকিস্তানের বোলাররা। তবে বাংলাদেশি ব্যাটারদের দৃঢ়তায় স্বাগতিকদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে শেষ হাসিতে মুখ উজ্জ্বল হয় বাংলাদেশেরই।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট জিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে টাইগাররা।

এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বার টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। এটিই ছিল দেশের বাইরে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতে দ্বিতীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়