Apan Desh | আপন দেশ

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যে তথ্য জানালেন ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যে তথ্য জানালেন ইসি মাছউদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : আপন দেশ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন। 

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।’ 

ভোটার হতে তারেক রহমান শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আসবেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি ইসি মাছউদ।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান।

আরও পড়ুন : ঢাকায় নামতে না পেরে কলকাতা গেল ৫ ফ্লাইট 

এর আগে গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়