মনিরা শারমিন।
রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক ধাক্কা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ আসনের মনোনীত প্রার্থী মনিরা শারমিন।
রোববার (২৮ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মনিরা শারমিন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল।
আরও পড়ুন>>>পদত্যাগ নিয়ে যা বললেন সামান্তা শারমিন
এ ছাড়া নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) আসনে দলটির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বাদলগাছী) আসনে পরিমল চন্দ্র উরাও, নওগাঁ-৪ (মান্দা) আসনে দলটির জেলা কমিটির সদস্য আব্দুল হামিদকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। এদিকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































