ফাইল ছবি
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের ছয় কর্মকর্তাকে অপসারণ করেছে সরকার। তবে কেন তাদের অপসারণ করা হয়েছে, সে কারণ জানা যায়নি।
রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের নিম্নবর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।
ছয় কর্মকর্তা হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (বিপি-৯০২৪৯০০০৮১), মাহমুদুল হক (বিপি-৯৫২৪৯০০০৮৩), মো. ইসহাক হোসেন (বিপি-৯৬২৪৯০০০৮৫), মো. মশিউর রহমান (বিপি-৯৫২৪৯০০১০৬), মুহাম্মদ রাকিব আনোয়ার (বিপি-৯২২৪৯০০১০৮), সাঈদ করিম মুদ্ধ (বিপি-৯৭২৪৯০০১১৮)।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































