ছবি: আপন দেশ
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তার মতে, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় দেওয়া হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু করার সিদ্ধান্ত আদালত দিয়েছেন। এ রায়কে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং মনে করি, এর ফলে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।
আরও পড়ুন<<>>প্রযুক্তিগতভাবে স্টিল বিল্ডিংয়ের অনেক সম্ভাবনা রয়েছে: বাণিজ্য উপদেষ্টা
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই এখন পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা সরকারকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা মিললে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































