ছবি: আপন দেশ
প্রযুক্তিগতভাবে স্টিল বিল্ডিংয়ের অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের ২০ হাজার বা ৩০ হাজার কোটি টাকার যে শিল্পটা আছে, এটা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা প্রায় দুই মিলিয়ন টন। যদি এক মিলিয়ন টন ব্যবহার করা হয়, সেটাকে দুইশ টাকা করে কেজি ধরলেও প্রায় বিশ হাজার কোটি টাকা হয়। এ ২০ হাজার কোটি টাকার মধ্যে ১৫-১৬ হাজার কোটি টাকার কাঁচামাল আমদানি করা হয়। তিন-চার হাজার কোটি টাকার প্রকৃত ব্যবসা করেন উদ্যোক্তারা। এ ব্যবসার জন্য সবাই প্রতিযোগিতা করেন। কিন্তু কাঁচামাল কেন নিজেরা তৈরি করি না?
আরও পড়ুন<<>>তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নির্বাচনকে গ্রহণযোগ্য করবে: আমির খসরু
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই বলে থাকেন, সরকার বিদেশ থেকে কেন বড় প্রকল্পের কাঠামো আমদানি করছে? কিন্তু এমন এমন প্রশ্নও তো তোলা যায় যে, উৎপাদনকারীরা কেন কাঁচামাল সবকিছুই আমদানি করছেন? পদ্মা ব্রিজের মতো স্ট্রাকচার দেশের ব্যবসায়ীরা বানাতে পারবেন না—এটা বিশ্বাস করার মতো নয়। এসব ভারি কাঠামো উৎপাদন করা এমন জটিল কাজ নয়। এক্ষেত্রে সরকারের কিছু করার থাকলে অবশ্যই করা হবে।
আমাদের এত সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশ নির্ভরতা কেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমি যেটা জানলাম আপনাদের সক্ষমতা প্রায় দুই মিলিয়ন টন। আমি যদি ধরে নেই এক মিলিয়ন টন আপনারা ব্যবহার করেন, সেটাকে দুইশ টাকা করে কেজি ধরলেও প্রায় বিশ হাজার কোটি টাকা হয়। এ ২০ হাজার কোটি টাকার মধ্যে আপনারা ১৫-১৬ হাজার কোটি টাকার র- মেটেরিয়াল আমদানি করেন। তিন-চার হাজার কোটি টাকার অ্যাকচুয়াল ব্যবসা করেন। এ তিন-চার হাজার কোটি টাকার জন্য সবাই প্রতিযোগিতা করছেন। কেন আমরা বলছি না ১৫ হাজার কোটি টাকার স্টিল ইমপোর্ট হয়, এটা আমরা নিজেরা বানাব? আমাদের এ ২০ হাজার বা ৩০ হাজার কোটি টাকার যে শিল্পটা আছে, এটা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































