Apan Desh | আপন দেশ

নতুন বাংলাদেশ গড়বে তরুণরা : জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫১, ৭ নভেম্বর ২০২৫

নতুন বাংলাদেশ গড়বে তরুণরা : জামায়াত আমীর

ছবি: আপন দেশ

পর্বত সমান হস্তিকে যে তরুণেরা সরিয়ে দিয়েছে সেই তরুণেরা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান ৷ তিনি বলেন, জামায়াত ইসলাম সবসময় তারুণ্যের বিকাশের পক্ষে।

শুক্রবার (০৭ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা (ঢাকসু, জাকসু, চাকসু ও রাকসু) দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>>‘গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার নতুন চক্রান্ত চলছে’

বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে জামায়াতের আমীর বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্রসংসদ নির্বাচনগুলোতে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্রসংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে।
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়