Apan Desh | আপন দেশ

পল্টন মোড়ে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ১১ নভেম্বর ২০২৫

পল্টন মোড়ে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে

ছবি: আপন দেশ

পাঁচ দাবিতে পল্টন মোডে সমাবেশ চলছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে তাদের যুগপৎ আন্দোলনের শরিক ৮টি দলীয় নেতারা উপস্থিত আছেন। বেলা ১২টা থেকেই রাজধানী প্রতিটি নির্বাচনী আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। বিভিন্নি স্লোগানে আসা নেতাকর্মীদের হাতে দাড়িপাল্লার ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সমাবেশে বাড়তে থাকে নেতাকর্মীর ঢল।

এর আগে গত ৬ নভেম্বর পল্টন মোড়ে সমাবেশ করেন ৮ দলের নেতা-কর্মীরা। যুগপৎ আন্দোলনে শরিক দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

তাদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর চলতি মাসের মধ্যে গণভোট আয়োজন করা; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়