Apan Desh | আপন দেশ

লন্ডনে ফুরফুরে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ৪ নভেম্বর ২০২৫

লন্ডনে ফুরফুরে অপু বিশ্বাস

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে ‘ঢালিউড কুইন’ নামে ডাকেন। একটা সময় শাকিব খানের সঙ্গে নিয়মিত পর্দায় দেখা মিলত তাকে। তবে প্রথম সন্তান হওয়ার পর আগের মত নিয়মিত নন অপু। 

পর্দায় নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময় সরব এ অভিনেত্রী। প্রায়ই নানা উৎসবে অংশ নিয়ে আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। লন্ডনে হ্যালোইন উৎসব উদযাপন করে আবারও ভক্তদের নজর কাড়লেন এ ঢালিউড তারকা।

অবকাশ যাপনে লন্ডনে গিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হতে।

আরও পড়ুন<<<>>>প্রেমে রাজি নন দুরেফিশান 

শেয়ার করা ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলো নিজের শেয়ার করে অপু বিশ্বাস একটি চমকপ্রদ ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের রূপের প্রশংসা করেছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, মাশা আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে আপু। আরেকজন লিখেছেন, সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে।

প্রসঙ্গত, অক্টোবরের শেষ দিনটি পশ্চিমা বিশ্বে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এ উৎসবকে ঘিরে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা হয়। ম্যানহাটনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম হ্যালোইন প্যারেডে প্রতিবছর হাজারো মানুষ অংশ নেন, যেখানে পোশাক, আলো, সঙ্গীত আর আতশবাজিতে মুখর থাকে শহর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়