
তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যোগ্য নেতৃত্বই আগামীর বাংলাদেশকে বদলে দেবে। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করবে। তিনি সব ছাত্রকে নিজেদেরকে মেধাবী, জ্ঞানী ও দক্ষ করে তোলার পাশাপাশি দেশকে গড়তে আহবান জানান।
রোববার (৩ আগস্ট) ছাত্রদলের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিএনপি মানবিক রাজনীতি, কর্মসংস্থানের রাজনীতি ও নিরাপদ দেশের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।
তারেক রহমান তার বক্তৃতায় গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও আহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এ সময়ে হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন। জেল-জুলুমের শিকার হয়েছেন। সবার প্রতি আমার দোয়া ও শ্রদ্ধা।
আরও পড়ুন>>>ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা কারও নেই: রাকিব
তিনি আরও বলেন, লাখো মানুষের সমাবেশ, লাখো ছাত্রের সমাবেশ সেটিই প্রমাণ করেছে—তোমাদের শক্তি আছে। তোমাদের মাধ্যমে দেশের সব ছাত্র নেতাকর্মীকে জানাই বীরোচিত সালাম। তোমরা সাহসিকতার সঙ্গে এগিয়ে গেলে জনগণ তোমাদের পাশে থাকবে। জনগণই বিএনপির ক্ষমতার উৎস।
৭১–এর মুক্তিযুদ্ধ ও ২০২৪–এর স্বাধীনতা রক্ষার লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। কথামালার রাজনীতি নয়—আমরা চাই জনগণের উন্নয়ন।
তরুণদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, তোমরাই ভবিষ্যতে দেশকে গড়ে তুলবে। সেজন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে। একাধিক ভাষা শেখা খুবই জরুরি। বিএনপি তরুণদের জন্য একাধিক ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে চায়। ইংরেজি ভাষায় আমরা বিশেষ জোর দিতে চাই। তবে আরও কিছু ভাষা শেখাও প্রয়োজন—যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে দেবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।