Apan Desh | আপন দেশ

হাসিনাকে কেন পুশ-ইন করছেন না, ভারতকে রিজভী

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৫, ২৮ জুলাই ২০২৫

হাসিনাকে কেন পুশ-ইন করছেন না, ভারতকে রিজভী

রুহুল কবির রিজভী। 

শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশ-ইন করছেন না? যে সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে তাদের তো পুশ-ইন করছেন না। ভারতের উদ্দেশে প্রশ্ন রেখে এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় প্রচুর বাঙালি বাস করে। মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমাদের জাতীয়তা-পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতি বাংলা। বাঙালি সংস্কৃতি কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে। তাদের জোর করে পুশ-ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান—বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করছেন না কেন? যে সব দুর্বৃত্তরা ভারতে পালিয়ে গেছে, তাদের তো পুশ-ইন করছেন না কেন?

আরও পড়ুন>>>‘ঢাকায় জাতিসংঘের অফিসের সিদ্ধান্তের অধিকার এ সরকারের নেই’

বিএনপির এ মুখপাত্র বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু ধর্ম তারা মুসলমান হওয়ার কারণে ও বাংলা ভাষায় কথা বলে এজন্য তাদের ধাক্কা দিয়ে জোর করে পুশ-ইন করা হচ্ছে। সরকারের উচিত পুশব্যাক করা। এ পুশব্যাক কেন সরকার করতে পারছে না, আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশব্যাক করা হয়েছে।

রিজভী বলেন, বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায় ভারত। সে সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক, তাতে কোনো দায় নেই। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা। যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ হাসিনা ছিল সে প্রতিভূ। এ কারণেই তাদের (ভারতের) মন খারাপ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়