Apan Desh | আপন দেশ

কুয়েটে অচলাবস্থা কাটছে, ক্লাস শুরু মঙ্গলবার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ২৭ জুলাই ২০২৫

কুয়েটে অচলাবস্থা কাটছে, ক্লাস শুরু মঙ্গলবার

ছবি: আপন দেশ

অচলাবস্থা কাটিয়ে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এ তথ্য জানান।

উপাচার্য বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। এজন্য মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হল ও আবাসনে এসে অবস্থান নেয়ার আহবান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে শুক্রবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটিতে যোগ দেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। এদিন বিকেলে তিনি কুয়েট ক্যাম্পাসে এসে সবকিছু ঘুরে দেখেন। এরপর সন্ধ্যায় দায়িত্ব নিয়ে শনিবার (২৬ জুলাই) অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তবে অফিশিয়ালি কার্যক্রম আজ থেকে শুরু করেন।

আরওপড়ুন<<>>৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সভা করেছেন নবনিযুক্ত ভিসি। বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় সভা শেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হবে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ০১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ০৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এরপর থেকে অচল অবস্থায় রয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়