Apan Desh | আপন দেশ

মদ্যপ অবস্থায় মধ্যরাতে মারামারি, নোবেল আটক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২০ জুলাই ২০২৫

মদ্যপ অবস্থায় মধ্যরাতে মারামারি, নোবেল আটক

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ফাইল ছবি

কারাভোগ করে সম্প্রতি জামিন পান কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে আবারও আলোচনায় এলেন এ কণ্ঠশিল্পী। এবার মদ্যপ অবস্থায় মধ্যরাতে উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য মাইনুল আহসান নোবেলকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সাজ্জাদ রোমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল।

উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন।

আরওপড়ুন<<>>শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান, নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে

ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে ওসি সাজ্জাদ রোমান বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহমুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত ২০ মে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়