Apan Desh | আপন দেশ

স্ত্রীকে লাইভে রেখে প্রবাসী স্বামীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ২৭ জুলাই ২০২৫

স্ত্রীকে লাইভে রেখে প্রবাসী স্বামীর আত্মহত্যা

ছবি: আপন দেশ

পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে রুমন মিয়া (৩৫) নামে এক ওমান প্রবাসীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার ( ২৬ জুলাই) ওমানের সালালাহ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিহত রুমনের ভায়রা ওবায়দুল হক তথ্যটি নিশ্চিত করেন।

নিহত রুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে।

আরওপড়ুন<<>>ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন!

খোঁজ নিয়ে জানা যায়, নয় বছর আগে পারিবারিকভাবে খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে বিয়ে হয় রুমনের। বিয়ের চার মাস পর রুমন ওমানে পাড়ি জমান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এ সময় পান্না তার বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কলহের সৃষ্টি হয়।

সবশেষ শনিবার স্ত্রীকে ভিডিও কলে যুক্ত করেন রুমন। এ সময় পরকীয়ার একটি ভিডিও নিয়ে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমন।

এ বিষয়ে রুমনের স্ত্রী পান্না আক্তার বলেন, আমাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে দেখে লাইভ কেটে দেই। এরপর একই ফ্যাক্টরিতে কাজ করা আমার মামাতো বোনের স্বামী ওবায়দুল হককে বিষয়টি জানাই। তিনি গিয়ে দেখেন রুমন ফাঁস দিয়ে ঝুলে আছেন। তখন আমি জানতে পারি আমার স্বামী আত্মহত্যা করেছেন। তবে আমার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সত্য নয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়