Apan Desh | আপন দেশ

বিএনপি জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:২২, ১৫ জুলাই ২০২৫

বিএনপি জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে: সালাহউদ্দিন

ছবি: আপন দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এছাড়া আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ নিয়ে কাজ চলছে তবে তা হচ্ছে খুব ধীরগতিতে। আমি জানি না এত ধীরগতির কাজ করে তারা সফল হবে কিনা ৷ ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি একটি খসড়া সনদ সরকারকে দিয়েছি। কিছুদিন আগে তারা আবার একটা রিফাইন্ড ভার্সন চেয়েছে, আমরা সেটাও দিয়েছি।

তিনি বলেন, আমরা জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেব। সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে। যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার স্বীকৃতিও সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী। এসময় তিনি দাবি করেন ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যে গণতন্ত্র, স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য ১৯৭১ সালে লক্ষ শহীদ জীবন দিয়েছিল, তা ভুলে গিয়ে শেখ মুজিব ৪ বছরের মাথায় গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিল। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো।  এটা তারাই করেছে যারা ফ্যাসিবাদের প্রবক্তা। শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিল, তার কন্যা (শেখ হাসিনা) তো ডাবল ফ্যাসিস্ট হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক তা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার করতে হবে। 

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় বিএনপিসহ অন্যান্য দলের নেতৃস্থানীয় নেতাদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্যে দিয়ে বিভক্তি চেষ্টা করছে তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানায়।

সালাহউদ্দিন বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সংগঠিত হয়েছে। মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেয়া সম্ভব নয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,  দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রলীগের বিচারের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। এমনকি বৈষম্যবিরোধী ব্যানারের অনেকের মাঝেও কোনো তৎপরতা দেখতে পারছি না। সম্প্রতি মিটফোর্ডের ঘটনায় মব সৃষ্টি করে আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে কুৎসিত স্লোগান দিয়েছে। মব সৃষ্টি করে যদি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে ছাত্রদল উপযুক্ত ভাষায় জবাব দেবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়