Apan Desh | আপন দেশ

রাবিতে ‘জুলাই ২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন, রুয়েটে আলোচনা সভা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ২২:১৯, ১৫ জুলাই ২০২৫

রাবিতে ‘জুলাই ২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন, রুয়েটে আলোচনা সভা

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রজনতার ঐতিহাসিক আন্দোলনের স্মরণে ‘জুলাই ’২৪ স্মৃতি চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই দিনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা সভা। 

মঙ্গলবার (১৫ জুলাই) দুই বিশ্ববিদ্যালয়ে পৃথক এ আয়োজনে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপাচার্যগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনকালে রাবি উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন আরও বেগবান হয়েছে।

(রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্নীতিমুক্ত-বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের যে চেতনা ও উদ্দেশ্য তা ধারণ করতে হবে। 

এর আগে বেলা সাড়ে ১০ টায় উপাচার্য রুয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী ও ২৪ জুলাই গণহত্যা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়