Apan Desh | আপন দেশ

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিকবেদক

প্রকাশিত: ২০:৫০, ১ জুলাই ২০২৫

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

চলতি মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী ৩ আগষ্ট কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে লাল মার্চ পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়নি। অথচ, দু’একটি রাজনৈতিক দল অভ্যুত্থানের সুবিধা নিয়ে জুলাই সনদের বিরোধীতা করে আসছে।

আরওপড়ুন<<>>একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো ২৪-এর শহীদদেরও ভুলবে না জাতি’

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল সাড়ে চারটায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে ফরেন সার্ভিস অ্যাকাডেমির উদ্দেশ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে লাল মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। 

লাল মার্চের মিছিলটি কাকরাইল মসজিদের সামনে গেলে আটকে দেয় পুলিশ। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলাই সনদের দাবিতে মাসব্যাপী কর্মসূচি না দিয়ে ৩ আগষ্টের কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়