Apan Desh | আপন দেশ

হাদী হত্যার নির্দেশদাতা বাপ্পি এখন কলকাতায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১১, ৯ জানুয়ারি ২০২৬

হাদী হত্যার নির্দেশদাতা বাপ্পি এখন কলকাতায়

ছবি: আপন দেশ

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক কাউন্সিলর বাপ্পি এখন কলকাতায়। মিরপুরের সাবেক এ ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশেই হাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির তথ্যমতে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাপ্পি। যিনি বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন। তাদের দাবি, তিনি কলকাতায় অবস্থান করছেন। তবে হাদী হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিরা ভারতে আছেন—এমন তথ্য ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ডিবির অনুসন্ধানে জানা গেছে, কলকাতার রাজারহাট এলাকার ওয়েস্ট বেড়াবেড়ির মেঠোপাড়া অঞ্চলের ঝনঝন গলি নামের একটি পাড়ায় বাপ্পি লুকিয়ে আছেন। সেখানে একটি চারতলা ভবনের প্রথম তলার একটি ফ্ল্যাটে তিনি অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। ওই ফ্ল্যাটে তার সঙ্গে আরও চার থেকে পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মী রয়েছেন। তারা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। 

আরও পড়ুন<<>>জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

স্থানীয় সূত্রে জানা যায়, তারা নিজেদের বাংলাদেশি পুলিশ কর্মকর্তা পরিচয়ে পরিচয় দিচ্ছেন। প্রায় এক বছর ধরে তারা ওই ঠিকানায় বসবাস করছেন বলে এলাকাবাসীর ধারণা।

ফ্ল্যাটে অবস্থানকারী যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল ও সাজিবুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে বাপ্পি ওই ফ্ল্যাটে নেই। এদিকে ডিবি সূত্র জানায়, হাদী হত্যার ঘটনায় সরাসরি গুলি চালানো শ্যুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে আছেন।

অন্যদিকে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, বাপ্পি ইতোমধ্যে ভারতের পুলিশের হাতে আটক হয়েছেন। তবে এ দাবি নাকচ করেছে স্থানীয় নারায়ণপুর থানার পুলিশ। বিধান নগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকেও জানানো হয়েছে, হাদী হত্যার আসামিরা কলকাতায় লুকিয়ে আছেন—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনের পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সব মিলিয়ে, হাদী হত্যাকাণ্ড ঘিরে বাপ্পির অবস্থান ও গ্রেফতার নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। তদন্ত ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়