Apan Desh | আপন দেশ

‘দলীয় নেতাদের নিরাপত্তার বিষয়ে ‌সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ৬ জানুয়ারি ২০২৬

‘দলীয় নেতাদের নিরাপত্তার বিষয়ে ‌সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে’

ছবি: আপন দেশ

রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা অবশ্যই আমাদের টপ প্রায়োরিটি। সেটা নিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা যারা দেখে সেসব এজেন্সি নেতাদের সঙ্গে আলাপ করেছে। এরই মধ্যে যাদের গানম্যান প্রয়োজন তাদের অনেককেই গানম্যান দিয়েছে। স্থানীয় পর্যায়ে থেকে নিরাপত্তা চাইলে সেটিও পুলিশ খতিয়ে দেখবে। 

আরও পড়ুন<<>>‘মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ’

মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ পর্যন্ত কতজন গানম্যান পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এ হিসাব রাজনৈতিক দলের কাছে পাওয়া যাবে। অনেকে এ বিষয়ে বলতেও চান না। সেজন্য বলছিও না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়